Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কন্দাল ফসল চাষে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
বিস্তারিত

জাজিরাতে কন্দাল ফসল চাষে কৃষক কৃষাণী প্রশিক্ষণ 
=====================================

নিরাপদ সবজি হিসাবে খ্যাত কন্দাল ফসল উৎপাদন ও  খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করণে কৃষকদের কে সচেতন করার লক্ষ্যে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় খরিপ-১ মৌসুমে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ৩০ জন কৃষক কৃষাণীদের কে নিয়ে উপজেলা কৃষি অফিসারের কার্যালয় জাজিরা আয়োজনে উপজেলা পরিষদ পুরাতন ভবনের কনফারেন্স  রুমে দিন ব্যাপি প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।   প্রশিক্ষণে কন্দাল ফসলের গুরুত্ব,  বিভিন্ন প্রকার কন্দাল ফসল চাষের অর্থনৈতিক গুরুত্ব, প্রচলিত শস্য বিন্যাসে কন্দাল ফসলের অন্তর্ভুক্ত,  পতিত জমি উত্তম ব্যবহারে কন্দাল ফসল বিশেষ করে কচু জাতীয় ফসলের উৎপাদন নিশ্চিত করণ,  বিভিন্ন প্রকার কন্দাল যেমন আলু, মিষ্টি আলু, ওলকচু,  পানি কচু,  লতিকচু,। মুখীকচু সহ গাছ এবং কাসাভা  চাষের উৎপাদন প্রযুক্তি,  রোগ বালাই প্রতিরোধ সহ শিল্পের কাচামাল হিসাবে কন্দাল ফসলের মূল্য  সংযোজন নিয়ে সেশন পরিচালনা করেন কৃষিবিদ মোঃ জামাল হোসেন,  ইউএও, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাজমুল হুদা,  কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ বীথি রাণী বিশ্বাস।।  প্রশিক্ষণে প্রাপ্ত জ্ঞান নিজেদের খাদ্যাভ্যাসে কন্দাল ফসল সংযোজনে এবং কচু জাতীয় সবজি চাষের মাধ্যমে আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে মত প্রশিক্ষণার্থীদের। উল্লেখ্য  এই মৌসুমে ৫টি ব্যাচে মোট ১৫০ জন কৃষক কৃষাণীদের কে এই প্রশিক্ষণ প্রদান করা হবে  বলে উপজেলা কৃষি অফিসারের কার্যালয় সুত্র মতে জানা যায়।। প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে সনদ পত্র বিতরণ করা হয়। 
জাজিরা,  ০৩ ই মে ২০২৩

ডাউনলোড
প্রকাশের তারিখ
04/05/2023
আর্কাইভ তারিখ
30/06/2025