Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জাজিরায় মৌ মেলা অনুষ্ঠিত
বিস্তারিত

জাজিরায় মৌ মেলা 
===============(=====
জাজিরায় উৎপাদিত উন্নত মানের পুষ্টি গুন সমৃদ্ধ কালোজিরার মধু কে " জাজিরার কালোজিরার মধু " নামে ব্রান্ডিং  করণে জেলা প্রশাসন ও কৃষি বিভাগ শরীয়তপুরের উদ্যেগে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসারের কার্যালয় জাজিরার  আয়োজনে  অদ্য ৮ ই মার্চ উপজেলা পরিষদ ক্যাম্পাসে দিনব্যাপী মৌ মেলা অনুষ্ঠিত হয়েছে।  মেলায় দেশে বিভিন্ন প্রান্ত থেকে আগত ১২ টি কালোজিরা মৌ  খামার অংশ নেয়।   কালোজিরার মধুর পাশাপাশি সরিষা, লিচু,  সুন্দরবনের বিভিন্ন  মধুর পসরা বসান খামারীরা যে মধু ক্রয়ে মানুষের ব্যাপক আগ্রহ দেখা যায়।।  মেলা মধু মধু কিনতে আসা নিজাম উদ্দিন  শিকদার বলেন" আমাদের উপজেলায় এই ধরনের মেলায় আমারা বিভিন্ন খামারের মধু দেখে এবং কালোজিরার মধু কেনার সুযোগ পাই বলেই এই মেলার জন্যে আমরা অপেক্ষা করি, আজ কিনতে পেরেছি বলে ভাল লাগছে " মেলায় আগত বিভিন্ন অনলাইন ও সুপারশপ থেকে আগত প্রতিনিধিরা মধু কিনে তারা মধু প্রসেসিং করে তাদের নিজস্ব শো রুমে বিক্রি করবেন বলে জানান।  মেলায় অংশগ্রহন কারী মৌ খামার ইভা মৌ খামার এর  স্বত্বাধিকারী জাহিদ হোসেন বলেন" আমাদের জাজিরার কালোজিরার মধুর চাহিদা সারা বছর থাকে এবং তুলনামূলক ভাল দাম পাই,  এই ধরনের মেলা ক্রেতাদের কাছে আমাদের খাটিমানের মধু পৌঁছে দেওয়ার  ক্ষেত্রে চমৎকার ভূমিকা রাখবে " মেলায় আগত মৌ বিশেষজ্ঞ কৃষিবিদ মোঃ নাজমুল হুদা বলেন" বাংলাদেশে মৌ চাষের একটি ব্যাপক সম্ভাবনা রয়েছে  এখন দরকার এই মৌ চাষ কে সম্প্রসারণের উদ্যোগ নেয়া এবং মহাগুরুত্বপূর্ণ এই ভেষজ  কে মানুষের মাঝে জনপ্রিয় করা সেক্ষেত্রে এই ধরনের উদ্যোগ কে সাধুবাদ জানাই।  মৌ মেলার আয়োজন বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল হোসেন বলেন " জাজিরা উপজেলায় মশল ফসল চাষের জন্যে  বিখ্যাত সেখানে আমারা  ফসলের মাঠে মৌ চাষের   উদ্যোগ নেওয়ার ফলে পরাগায়নের বৃদ্ধিতে  একদিকে যেমন  উৎপাদন বৃদ্ধি পাচ্ছে প্রায় ১৭% অন্যদিকে মৌ  চাষের মাধ্যমে বাড়তি একটি আয় ও কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে সেটি কে ছড়িয়ে দিতেই আমাদের এই প্রচেষ্টা "।।  জাজিরাতে মৌ চাষের বিষয় বিভিন্ন উদ্যোগ গ্রহণে সার্বিক সহযোগিতা করে থাকেন স্থানীয় প্রশাসন।  তারই ধারাবাহিকতায় এই মেলার আয়োজন বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহেল বলেন " জেলা শরীয়তপুরের একটি অগ্রাধিকার মূলক ব্রান্ডিং কার্যক্রম হল জাজিরার কালোজিরার মধুকে দেশীয় ও আন্তর্জাতিক ব্রান্ডিং এ পরিনত করা,  স্বপ্নের পদ্মা সেতু আমাদের এই  প্রচেষ্টা কে আরো বেগবান করার  লক্ষ্যে এবং স্থানীয়  সম্পদের সর্বোচ্চ  ব্যবহারের মাধ্যমে বেকার সমস্যা দূর করতে নতুন নতুন মৌ শিল্পের বিকাশে এই মেলা গুরুত্বপূর্ণ কাজ করবে বলে আমরা বিশ্বাস করি" 
উল্লেখ্য জাজিরাতে এই বছর ১০৫০ হেক্টর জমিতে কালোজিরার চাষ হয়েছে যেখানে ৫৬৭৮ টি  মৌ বক্স  স্থাপন করে প্রায় ৬৭ মেটন কালোজিরার মধু পাওয়া গেছে যার বাজার মধ্যে প্রায় ৫ কোটি ৩৬ লাখ টাকা।  

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
08/03/2023
আর্কাইভ তারিখ
08/03/2025