২০২২-২৩ অর্থ বছরে ৭ জেলা প্রকল্পের আওতায় বারি সরিষা ১৮ এর মাঠদিবস অনুষ্ঠিত হয়। এই জাতটি প্রথমবারের মতো জাজিরাতে চাষ হচ্ছে। এই জাতে আছে মাত্র ১.০৬% ( অত্যন্ত কম) অপরদিকে এই জাতটি ক্যানোলা টাইপ অর্থাৎ এতে ওমেগা ৩ এবং ওমেগা ৬ ফ্যাটি এসিড সমৃদ্ধ যেখানে ওমেগা ৩ থেকে ওমেগা ৬ প্রায় দ্বিগুণ।। যেটি মানুষের হৃদ যন্ত্রের স্বাস্থ্য সুরক্ষায় এক অসাধারণ উপাদান। অন্যদিকে ডায়াবেটিস রোগের নিয়ন্ত্রণে ফাইটার হিসাবে কাজ করে।। অন্যান্য জাতের চেয়ে ফলনে ও তেলের পরিমান এই মূহুর্তে সেরা।। ফলন প্রায় ২.৫ মে.টন এবং তেলের পরিমান প্রায় ৪৬%। সরিষা- পাট - রোপা আমন শস্য বিন্যাসে চমৎকার সংযোজন হতে পারে এই জাতটি।। বলা যায় এই জাত টি সম্প্রসারণ করা গেলে তেলের উৎপাদন বৃদ্ধি পাশে নিশ্চিত এবং ক্যানোলা কোয়ালিটি তেল গ্রহনে মানুষের সুযোগ সৃষ্টি হবে।
মাঠদিবসে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ জনাব বীথি রানী বিশ্বাস, উপসহকারী কৃষি অফিসার জনাব মোঃ নজরুল ইসলাম ও জনাব মোঃ আজহারুল ইসলাম।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস