২০২২-২৩ অর্থ বছরে এনএটিপি২ প্রকল্পের আওতায় কৃষকদের কে সমবায় সমিতির মাধ্যমে কাজ করতে উৎসাহিত করারা লক্ষ্যে জাজিরা উপজেলার সফল সিআইজি পরিদর্শনের অংশ হিসাবে আগামী ৭/০২/২৩ তারিখে এক্সোপজার ভিজিটের সময় নির্ধারণ করা হয়েছে।
পরিদর্শনীয় সিআইজিঃ কাথুরিয়া ইয়াছিন আকন কান্দি মহিলা সমবায় সমিতি, পালেরচর
অংশগ্রহণকারীঃ জাজিরা,পালেরচর, বড়কান্দি, পূর্বনাওডোবা ইউনিয়নের ৫ সিআইজির আগ্রহী ২৫ জন কৃষক কৃষাণী।।
সময়ঃ সকালঃ ১০.০০ ঘটিকা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস