প্রিয় কৃষক ভাইয়েরা আসসালামু আলাইকুম।
শুভেচ্ছা নিবেন।
আগামী ২৩ তারিখ থেকে ২৭ তারিখ পর্যন্ত একটি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই এই মুহূর্তে আপনাদের কে নিন্মলিখিত নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হল হল
♦ এই মুহূর্তে কোন ফসলের বীজ বপন / পেয়াজ, রসুনের কন্দ রোপন না করা
♦ জমিতে সার / সেচ কিংবা বালাইনাশক প্রয়োগ না করা
♦ জমিতে উত্তোলন যোগ্য সবজি( পেপে, কলা , বেগুন, মরিচ, লাউ, করলা, শসা, বিভিন্ন শাক) ইত্যাদি থাকলে দ্রুত উত্তোলন করে ফেলা।
♦ জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা / নালা পরিষ্কার রাখা।।
বিস্তারিত তথ্যের জন্যে আপনার ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার / উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, জাজিরাতে যোগাযোগ করুন।।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস