শিরোনাম
মৌ চাষ বিষয়ক উদ্যোগক্তা প্রশিক্ষণ
বিস্তারিত
জাজিরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বেকার অথচ উদ্যমী যুবক যুবতীদের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে, জেলা প্রশাসন শরীয়তপুরের "শানিত শরীয়তপুর" একটা উদ্যোগ বেকার যুবক দের মৌ চাষ বিষয়ক দিন ব্যাপি একটি কর্মশালা খুব তাড়াতাড়ি শুরু হতে যাচ্ছে। যে সকল বেকার যুবক মৌ চাষ করতে ইচ্চুক তাদের কে নিজ নাম নিবন্ধনের জন্যে সংশ্লিষ্ট ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার দের সাথে যোগাযোগ করার জন্যে অনুরোধ করা হল।