Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সরকারি ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের আবেদন আহবান
বিস্তারিত
জাজিরা উপজেলার সম্মানিত কৃষক কৃষানীদের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে,সরকার কৃষিকে আধুনিক ও যান্ত্রিকীকরনের লক্ষ্যে, শ্রমিক সংকট মেটাতে ও খরচ সাশ্রয়ী করার লক্ষ্যে ৫০% ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করার উদ্যোগ নিয়েছে। যেসব যন্ত্রের জন্য আবেদন করা যাবে, সেগুলো হল কম্বাইন্ড হারভেস্টার (একসাথে কাটা, মাড়াই, বস্তাবন্দি করার যন্ত্র) রাইস ট্রান্সপ্ল্যান্টার (ধান রোপণ যন্ত্র) রিপার (ধান কাটার যন্ত্র), পাওয়ার থ্রেসার (ধান মাড়াই যন্ত্র) মেইজ শেলার( ভুট্টা মাড়াই যন্ত্র), ড্রায়ার (ধান শুকানোর যন্ত্র)। যারা এসব যন্ত্র ভর্তুকি মূল্যে পেতে আগ্রহী কৃষকদের কে আগামী ১২/০৯/২০২১ খ্রি. এর মধ্যে উপজেলা কৃষি অফিসারের কার্যালয় ( পুরাতন পরিষদ ভবনের ২০৮ নং কক্ষে) অথবা ইউনিয়নে কর্মরত উপসহকারী কৃষি অফিসারদের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হল। নির্ধারিত তারিখের পর কোন আবেদন পত্র গ্রহণ করা হবে না তাই আগ্রহী দের কে নির্দিষ্ট ফর্মে ১ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং কৃষি কার্ড/ জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সহ নির্ধারিত সময়ের মধ্যেই আবেদনের অনুরোধ করা হল।। মোঃ জামাল হোসেন উপজেলা কৃষি অফিসার উপজেলা কৃষি অফিসারের কার্যালয় জাজিরা, শরীয়তপুর।
ডাউনলোড
প্রকাশের তারিখ
28/08/2021
আর্কাইভ তারিখ
30/10/2021