এখন বন্যাকালীন সময় তাই কৃষকদের নিচের কাজ গুলো করার জন্যে অনুরোধ করা হলঃ
১. ভাসমান বেডে সবজি ্ও ধানের চারা তৈরি করা
২. বাড়ীর উঠানে শুকনো বীজতলা করা
৩. নাবী জাত যেমন বিআর২২, বিআর২৩ এবং ব্রিধান ৪৬ জাতরে ধান রোপন করা
৪. ফলবাগানে খুটির ব্যবস্থা করা
৫. জমির পানি নিকাশের জন্যে নালার ব্যবস্থা করে দেয়া
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস