Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বালাইনাশক লাইসেন্স প্রদান এবং নবায়ন
বিস্তারিত

সেবার নাম: বালাইনাশক লাইসেন্স প্রদান/নবায়ন :

ধাপসমূহ :

১ম ধাপ :একজন প্রাপ্ত বয়স্ক উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ব্যক্তি (পুরুষ) উপজেলা কৃষি অফিসে নির্ধারিত ফর্মে আবেদন করবেন (ট্রেড লাইসেন্স, ট্রেজারি চালান সহ )।

২য় ধাপ :এসএপিপিও এবং এইও(পিপি)/ ইউএও কর্তৃক আবেদনকারীর দোকান, এলাকার চাহিদা ও অন্যান্য যোগ্যতা যাচাই এবং সুপারিশ প্রদান/ বাতিল ও জেলায় প্রেরণ ।

৩য় ধাপ :জেলায় অতিরিক্ত উপপরিচালক (পিপি) প্রাপ্ত আবেদন সমূহ যাচাই বাছাই ও প্রয়োজনে পুন:তদন্ত পূর্বক সন্তুষ্ট হলে লাইসেন্স ইস্যু বা নবায়ন করে উপজেলায় প্রেরণ করবেন ।

৪র্থধাপ :আবেদন কারী উপজেলা থেকে লাইসেন্স সংগ্রহ করবেন এবং এর ফটোকপি দোকানের দৃশ্যমান স্হানে টাঙ্গিয়ে রাখবেন