Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কৃষি প্রণোদনা সেবা
বিস্তারিত

সেবার নামঃ কৃষি প্রণোদনা/ পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন:

ধাপসমূহ: (কিভাবে পাবেন)

১ম ধাপ: মণ্ত্রণালয়/ জাতীয় পর্যায় থেকে নীতিমালা ও রেজুলেশন সহ জেলা পর্যায়ে বরাদ্দ প্রদান ।

২য় ধাপ :জেলা কৃষি পূনর্বাসন কমিটি কর্তৃক রেজুলেশনসহ উপজেলায় উপবরাদ্দ প্রদান।

৩য় ধাপ :উপজেলা কৃষি পূনর্বাসন কমিটি কর্তৃক ইউনিয়ন পর্যায়ে উপ বরাদ্দ প্রদান।

৪ র্থধাপ :ইউনিয়ন কৃষি কমিটি কর্তৃক উপযুক্ত কৃষক নির্বাচন ও অগ্রাধিকার তালিকা তৈরি, অনুমোদন ও উপজেলায় প্রেরণ।

৫ম ধাপ :প্রাপ্ত অগ্রাধিকার তালিকা উপজেলা কৃষি পূনর্বাসন কমিটি কর্তৃক যাচাই ও অনুমোদন।

৬ষ্ঠধাপ: বরাদ্দ প্রাপ্ত উপকরণ (সার,বীজ) ক্রয় এবং ইউনিয়ন পর্যায়ে বিতরণ।

৭ম ধাপ :ইউনিয়ন কৃষি কমিটি কর্তৃক সংশ্লিষ্ট কৃষককে কৃষি কার্ড ও ছবি সহ মাস্টার রোলের মাধ্যমে উপকরণ বিতরণ ও তা সংরক্ষণ।